ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
১০৭৪

 ইসির ইমামতিতে গণতন্ত্রের কবর হয়েছে: জাফরুল্লাহ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩৯ ১৫ ফেব্রুয়ারি ২০১৯  

ডা. জাফরুল্লাহ চৌধুরী

ডা. জাফরুল্লাহ চৌধুরী

নির্বাচন কমিশনের (ইসি) ইমামতিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের কবর রচিত হয়েছে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

জাফরুল্লাহ ব‌লেন, ‘৩০ ডিসেম্বর আমাদের নির্বাচন কমিশনের ইমামতিতে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। গণতন্ত্রের কবর হলে কি হয়, দু’মাসের মধ্যেই তার চিত্র ফুটে উঠেছে।’

সংগ্রাম ছাড়া উপায় নেই উল্লেখ ক‌রে ‌তি‌নি ব‌লেন, ‘দেশে বিরোধী দলগুলো সভা-সমাবেশ করার অনুমতি পাচ্ছে না। সব রাজনৈতিক দল একত্রিত হয়ে রাস্তায় না নামলে এ অবস্থার পরিত্রাণ নেই, গণতন্ত্রও মুক্তি পা‌বে না।’

সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপ‌তি‌ত্বে মানববন্ধ‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তা‌ফিজ‌ুর রহমান ইরান,‌ জিনাফ সভাপ‌তি লায়ন মিয়া মো. আনোয়ার, মু‌ক্তি‌যোদ্ধা ফ‌রিদ উদ্দিন প্রমুখ।